কারন্টে শক খেলে কী করবেন, কী করবেন না

10/05/2023 01:17:00 AM

প্রকাশ: 04 October, 2023, 07:17 in the evening

10/05/2023 01:17:00 AM




অসাবধান হয়ে বিদ্যুতের প্লাকে কোনো প্লাক লাগাতে গিয়ে কিংবা ঘরের ছোটখাট বিদ্যুতের কাজ করার সময় যে কেউই কারেন্ট শক বা ইলেকট্রিকেল শক খেতে পারেন। হঠাৎ এ ঘটনার ঘটার কারণে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।


এমনকি কারেন্ট শক খাওয়ার পর সঠিক ব্যবস্থা না নিলে আক্রান্তের প্রাণ যাওয়ার ঝুঁকিও থাকে। তাই কারন্টে শক খাওয়ার পর প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করা জরুরি, তা সবারই জেনে রাখা উচিত।


এ বিষয়ে ভারতের কলকাতার মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুদ্রজিৎ পাল জানান, কারেন্ট শক খাওয়ার বিষয়টিকে অনেকেই হেলাফেলা করে, তবে এটি কিন্তু সবসময়ই প্রাণঘাতী সমস্যা। তাই কারেন্ট নিয়ে হেলাফেলা করবেন না।


বিদ্যুতের শক থেকে বার্ন, হার্টের সমস্যা ও নার্ভের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই এ নিয়ে সাবধান থাকা জরুরি। না হলে রোগীর জীবন বাঁচানো মৃশকিল হতে পারে।